Home » » তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে কেন আমি দেইনি সারা

তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে কেন আমি দেইনি সারা

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/RWnFowWtT78" frameborder="0" allowfullscreen></iframe>



তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে কেন আমি দেইনি সারা  আমার চোখে আকাশ দেখে তুমি বলে ছিলে কিছু বুঝিনি কেন সেই ইশারা এখন আমি অন্য আমি হয়ে  ছুটে চলি তোমারি শহরে  হারিয়ে চোখে যত ঘুম  ঝুম উরে উরে দূরে দূরে  ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারে ডাকি  ঝুম উরে উরে খুরে খুরে  ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারেই খুঁজি আল আঁধারের মায়ায় , এই অবেলায় মন যে হারায় চেনা অচেনা কত পথ , হটাৎ কেন থমকে দাঁড়ায় ঝুম উরে উরে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারে ডাকি  ঝুম উরে উরে খুরে খুরে  ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারেই খুঁজি তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন সৃতি লুকিয়ে অবুঝ ঠিকানায় অচিন মনের অচিন কোন কনে বন্ধী আজও আমি ভুল সে পথে সীমানায় এখন আমি অন্য আমি হয়ে  ছুটে চলি তোমারি শহরে হারিয়ে চোখে যত ঘুম  ঝুম উরে উরে দূরে দূরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারে ডাকি  ঝুম উরে উরে খুরে খুরে ঝুম মেঘে মেঘে ডানা মেলে ঝুম দূরে দূরে তারেই খুঁজি
Share this article :

0 comments:

Post a Comment

Thanks for your comment.

 
Copyright © 2015 Free HD Movies
Distributed By Gooyaabi Templates